Date : 26 Mar 2019
Subject : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২০১৯ উদযাপন এবং এইচ.এস.সি.পরীক্ষার্থী/২০১৯ এর বিদায় প্রসঙ্গ

এতদ্বারা মুক্তিযোদ্ধা কলেজের সকল ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস /২০১৯  যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য  তুলে ধরে রচনা প্রতিযোগিতা (৫০০শব্দের মধ্যে), আলোচনা সভা ও এইচ.এস.সি.পরীক্ষার্থী    /২০১৯ এর বিদায় ও বার্ষিক দোয়া মাহফিল আগামী ২৬শে মার্চ  রোজ মঙ্গলবার সকাল ০৯:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে সকলকে যথাসময়ে কলেজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অধ্যক্ষ,

মুক্তিযোদ্ধা কলেজ,

সদর, গাজীপুর

(০১৭০৯-০৪৭৮৯৬)

���Copyright � 2019 Design By PEOPLES SOFTECH